রেলের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শনে মেয়র

সীমানা প্রাচীর নিয়ে সমস্যা সমাধানে রেলের আধিকারিকদের নিয়ে ৩২নম্বর ওয়ার্ডের কাশ্মীর কলোনি পাইপলাইন এলাকা পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।তার সঙ্গে উপস্থিত ছিলেন এডিআরএম এনজিপি অজয় সিং,ডেপুটি মেয়র রঞ্জন সরকার,অল ইন্ডিয়া লিমিটেডের জেনারেল ম্যানেজার অপারেশন্স অরিন্দম দাস সহ অন্যান্যরা।প্রসঙ্গত শিলিগুড়ি ৩২নম্বর ওয়ার্ডের কাশ্মীর কলোনী পাইপলাইন এলাকায় রেলের তরফে তৈরি করা হচ্ছে সীমানা প্রাচীর।

মূলত রেলের তরফে সীমানা প্রাচীর তৈরি হলে ওই এলাকায় ঢোকার জন্য শুধুমাত্র ৮ফুটের রাস্তা বেঁচে থাকবে,যার ফলে ওই এলাকায় কোনরকম দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স অথবা দমকল কিছুই ঢোকা সম্ভব হবে না।যার ফলে সমস্যায় পড়বেন এলাকাবাসীরা।টক টু মেয়র অনুষ্ঠানে এমনই অভিযোগ পেয়ে সোমবার এলাকা পরিদর্শনে যান মেয়র গৌতম দেব।পুরো এলাকা সরজমিনে খতিয়ে দেখেন তিনি।এরপর শুক্রবার ফের রেলের আধিকারিকদের সাথে ওই এলাকা পরিদর্শন করা হয়।রেলের আধিকারিকদের কাছে স্থানীয়দের সমস্যার বিষয়টি তুলে ধরেন তিনি।এবিষয়ে মেয়র জানান রেলের আধিকারিকেরা সীমানা প্রাচীর পরিদর্শন করেছেন।

এই বিষয়ে কোন ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশাবাদী তিনি।এদিন এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এডিআরএম এনজিপি অজয় সিং জানান,এলাকাবাসীদের তরফে পাইপ লাইন সংলগ্ন এলাকা ছেড়ে দিয়ে সীমানা প্রাচীর তৈরি করার জন্য অনুরোধ করা হয়েছে।হেডকোয়ার্টারকে সে বিষয়ে জানানো হবে।হেডকোয়ার্টার অনুমতি দিলে পরবর্তীতে সেইভাবে সীমানা প্রাচীর তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।অপরদিকে অল ইন্ডিয়া লিমিটেডের জেনারেল ম্যানেজার অপারেশন্স অরিন্দম দাস বলেন,স্থানীয়দের এদিন জানানো হয়েছে যাতে ওই এলাকায় বড় কোন গাড়ি না চালানো হয় বা বড় কোন গাছ না লাগানো হয়।তাতে মাটির নিচে যে পাইপলাইন আছে তা ক্ষতিগ্রস্ত হতে পারে।

Share this: