ট্রাম পরিষেবা নিয়ে নয়া সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর। অবশেষে কাটলো জট, দুশ্চিন্তা মুক্ত কলকাতাবাসী। সম্প্রতি জানিয়ে দেওয়া হয়েছে, গণপরিবহণের মাধ্যম হিসেবে ট্রামের চলাচল এবার বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র এসপ্ল্যানেড-খিদিরপুর রুটে হেরিটেজ আকারে সুন্দর করে সাজানো ট্রাম চলবে।

যুগের সাথে তাল গুলিয়ে ফেলায় কলকাতা থেকে শতাব্দীপ্রাচীন ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ট্রাম বন্ধের কথা জানিয়ে দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তবে রাজপথে ট্রাম চালানোর উপায় খুঁজে বের করতে কলকাতা পুলিশ, পূর্ত দপ্তর, কলকাতা করপোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করেছে উচ্চ ন্যায়ালয়।

এরই মধ্যে মিলছে খুশির খবর। শোনা যাচ্ছে এক্ষুনি বন্ধ হচ্ছে না এই যানটি। ডাব্লিউটিসি থেকে সিটিসি-কে আলাদা করে দেওয়া হবে। সিটিসি বা ক্যালকাটা ট্রাম ওয়েজ কোম্পানিই এরপর থেকে ট্রাম চালাবে মহানগরীর পথে।