এবার খুব সহজেই যাওয়া যাবে কলকাতা থেকে সিকিম

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের নতুন একটি রুটে খুব শিগগিরই চালু হতে চলেছে। খুব তাড়াতাড়ি কলকাতা থেকেই পৌঁছে যাওয়া যাবে সিকিম।

দ্রুত গতিতে এগোচ্ছে বাংলা থেকে সিকিম পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ। পুজোর আগে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বাংলার সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ। আগেই জানা গিয়েছে মোট ৪৪.৯৪ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে এই রেলপথ তৈরি করা হচ্ছে।

যার মধ্যে ২৩. ৯৫ কিমি পাইলিংয়ের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে এখনো পর্যন্ত বেশ খানিকটা কাজ বাকি রয়েছে। জানা আছে বাংলা থেকে সিকিমের সংযোগকারী এই রেলপথটিতে মোট ৫ টি স্টেশন থাকবে। যা ১৪ টি টানেল, ১৩ টি বড় সেতু, ৯ টি ছোট সেতু দিয়ে সংযুক্ত থাকবে।