মহাষষ্ঠীর দিনে সবজির দাম আকাশছোঁয়া, বৃষ্টিতে পুজোর আনন্দ ব্যাহত

পুজোর দিন পনেরো দিন আগে থেকে চলা তীব্র দাবদাহ এরপরেই বৃষ্টি, আর এতেই সবজি বাজারের জ্বলছে আগুন। ষষ্ঠীর সকালে জলপাইগুড়ির বাজারে ধনেপাতা ৫০০ টাকা কিলো, রসুন ৪০০ টাকা, আলু ৩০, পেয়াজ ৭০, বেগুন ৮০, আদা ২০০, কুয়াস ৩০, গাজর ১২০, ন্বিট ১২০, বটবটি ১০০,ফুলকপি ১২০ টাকা, লঙ্কা ১০০ টাকা কিলো বেশিরভাগ সবজি ১০০ টাকার উপরে  বাজারে বিকোচ্ছে।

ক্রেতা ও বিক্রেতা উভয় চিন্তায়। ক্রেতাদের পকেটে টান। পুজোর মধ্যে চরম সমস্যায় সবজি কিনতে কাল ঘাম ছুটছে সাধারণ মানুষের। গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হওয়ার কারনে চাহিদার থেকে যোগান কম। সে কারণেই পুজোর মুখে জলপাইগুড়ি তে সব্জির বাজারে আগুন।