বিবেকানন্দ এক নম্বর অঞ্চল মধ্য চেচাখাতা নোনাই নদীতে অষ্টমী স্নান উপলক্ষে শতাধিক পূর্ণ্যার্থীদের জনসমাগম ও মেলা অনুষ্ঠিত হলো। সাতসকালে জংশন বিবেকানন্দ এক নম্বর অঞ্চল মধ্য চেচাখাতা নোনাই নদীতে বাসন্তী পূজো উপলক্ষে শতাধিক পূর্নাথীদের ভিড় লক্ষ্য করা যায়। জানা গেছে নোনাই পার মহিলা বাসন্তী পূজো কমিটির উদ্যোগে দীর্ঘ ৫৫ বছর ধরে এই এলাকায় মেলার আয়োজন করা হয়।এদিন পূর্ণার্থীরা এলাকার নোনাই নদীতে বাসন্তী পূজো উপলক্ষে নদীতে অষ্টমী স্নান করেন। এছাড়াও প্রচুর ভক্তবৃন্দদের তর্পণ করতে লক্ষ্য করা যায়। অষ্টমী স্নান উপলক্ষে এলাকায় মেলারও আয়োজন করে থাকে উদ্যোক্তারা। প্রতি বছর দিনভর ওই মেলায় হাজারো সাধারণ মানুষদের জনসমাগম লক্ষ্য করা যায়।
Related Posts

রাজ্য ও জাতীয় তীরন্দাজিতে জোড়া সাফল্য পেল জলপাইগুড়ির দুই খেলোয়াড়
রাজ্য ও জাতীয় তীরন্দাজিতে জোড়া সাফল্য পেল জলপাইগুড়ির দুই খেলোয়াড়। জলপাইগুড়ির তোড়লপাড়া নেতাজী বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর দুই ছাত্র তীরন্দাজি প্রতিযোগিতায়…
Share this:

উত্তর দিনাজপুর জেলার একাধিক জায়গায় বসন্ত উৎসবের মাতলো কচিকাঁচারা
আজ বসন্ত উৎসব। আবিরের রঙে রঙিন ৮ থেকে ৮০। উত্তর দিনাজপুর জেলার একাধিক জায়গায় বসন্ত উৎসবের মাতলো কচিকাঁচারা। রায়গঞ্জ করোনেশন…
Share this:

মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যেগে আয়োজন করা হয়েছে ম্যারাথন দৌড়ের
বছরের শেষ দিনে এক বিশাল ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক পুলিশের উদ্যেগে। রান ফর এওয়ারনেস সেফ ড্রাইভ…