চেচাখাতা নোনাই নদীতে অষ্টমী স্নান উপলক্ষে শতাধিক পূর্ণ্যার্থীদের জনসমাগম ও মেলা অনুষ্ঠিত

বিবেকানন্দ এক নম্বর অঞ্চল মধ্য চেচাখাতা নোনাই নদীতে অষ্টমী স্নান উপলক্ষে শতাধিক পূর্ণ্যার্থীদের জনসমাগম ও মেলা অনুষ্ঠিত হলো। সাতসকালে জংশন বিবেকানন্দ এক নম্বর অঞ্চল মধ্য চেচাখাতা নোনাই নদীতে বাসন্তী পূজো উপলক্ষে শতাধিক পূর্নাথীদের ভিড় লক্ষ্য করা যায়। জানা গেছে নোনাই পার মহিলা বাসন্তী পূজো কমিটির উদ্যোগে দীর্ঘ ৫৫ বছর ধরে এই এলাকায় মেলার আয়োজন করা হয়।এদিন পূর্ণার্থীরা এলাকার নোনাই নদীতে বাসন্তী পূজো উপলক্ষে নদীতে অষ্টমী স্নান করেন। এছাড়াও প্রচুর ভক্তবৃন্দদের তর্পণ করতে লক্ষ্য করা যায়। অষ্টমী স্নান উপলক্ষে এলাকায় মেলারও আয়োজন করে থাকে উদ্যোক্তারা। প্রতি বছর দিনভর ওই মেলায় হাজারো সাধারণ মানুষদের জনসমাগম লক্ষ্য করা যায়।