শিলিগুড়িকে আবর্জনা মুক্ত করার লক্ষ্যে নামানো হলো পেলোডার

শিলিগুড়িকে আবর্জনা মুক্ত করার লক্ষ্যে নামানো হলো পেলোডার। শহরকে আবর্জনা মুক্ত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম। সেই লক্ষ্যে মঙ্গলবার দুটি পেলোডার গাড়ি নামানো হলো। এদিন দুটি পেলোডার গাড়ির সূচনা করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মানিক দে এবং পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্যরা।

এই বিষয়ে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব জানান, শহরকে শূন্য আবর্জনায় পরিনত করাই হলো আমাদের লক্ষ্য। ১০৭টি গাড়ি নিয়ে পথচলা শুরু করেছিল তৃণমূল পুরবোর্ড। বর্তমানে গাড়ির সংখ্যা ১৮৯টি। এই সমস্ত গাড়ি সর্বক্ষণ শহরের আবর্জনা পরিষ্কারের সেবার নিযুক্ত থাকবে। শীঘ্রই আমাদের লক্ষ্য পূরন হবে বলে জানান তিনি।