আবারও কমতে পারে পেট্রোল ডিজেলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় সরকারি তেল কোম্পানিগুলি বিপুল লাভের সম্মুখীন হয়েছে।

এবার জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে ফের দাম কমতে পারে পেট্রোল-ডিজেলের। জানিয়ে রাখি যে, পেট্রোলের দাম ২০১০ সালে বিশ্ব বাজারের দামের সাথে যুক্ত করে নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছিল এবং ডিজেলের দাম ২০১৪ সালে নিয়ন্ত্রণমুক্ত করা হয়। বর্তমান সময়ে ভারতের একাধিক রাজ্যে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকার ওপরে রয়েছে।

অপরদিকে, ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি ৯০ টাকার ওপরে। জানিয়ে রাখি যে, ভারত, বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী হিসেবে বিবেচিত হয়। ভারতে সমগ্র তেলের প্রয়োজনীয়তার ৮৭ শতাংশের বেশি বৈদেশিক উৎসের ওপর নির্ভর করে।