আলু এবং তামাকের মরশুমে বিভিন্ন সারের দোকানগুলি বেশি দামে সার বিক্রি করছে কৃষকদের কাছে এবং সারের কালোবাজারি চলছে বলে অভিযোগ। আর সেই অভিযোগে এদিন মাথাভাঙা শহরের পশ্চিমপাড়া এলাকায় এক সারের দোকানে হানা দেন পুলিশের ইন্টেলিজেন্স ইউনিট।
এদিন ওই সারের দোকানের মালিকের নামে মামলা করা হয়েছে বলেও জানা গিয়েছে এবং তার দোকান থেকে বিল সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন সময় শোনা যায় সারের যে দাম সেই দামের থেকে বেশি নেওয়া হচ্ছে এমনকি তারা পাকা ওষুধ দিচ্ছে না, কাঁচা রশিদ দিয়ে তারা সার বিক্রি করছেন।
এই অভিযোগে এদিন হানা দিয়ে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।