এশিয়ার এক শৃঙ্গি গণ্ডারের বাসভূমি বলতে বোঝায় আসাম এবং উত্তরবঙ্গে গভীর জঙ্গল সংলগ্ন নদীর পার্শ্ববর্তী ঘন ঘাসের খোলামেলা পরিসর, তবে এই দুই অঞ্চলে এই গ্রাস ল্যান্ড একদিকে যেমন সীমিত ওপর দিকে ক্রমবর্ধমান বাইসনের সংখ্যা সহ অন্যান্য নানান কারনে ক্রমশ কমেছে গণ্ডারের সীমিত বিচরণ ভূমি।
যদিও পশ্চিমবঙ্গ সরকারের দাবী বিগত কয়েক বছরে মাত্র দুই বর্গ কিলোমিটার ঘাস ভূমি তৈরী করা হয়েছে এসিয়ান রাইনো কুলের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির কারণে।
রবিবার ওয়ার্ল্ড রাইনো ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে গরুমারা জাতীয় উদ্যানের বনাধিকারিক দ্বিজপ্রতীম সেন এমনটাই জানালেন। এরই সঙ্গে ডি এফ ও গরুমারা ন্যাশনাল পার্ক আরও জানান,বৃদ্ধি পেয়েছে গণ্ডারের সংখ্যা ৫৫ থেকে বর্তমানে ৬০ টি এক শৃঙ্গী গণ্ডারের বাসভূমি এই বনাঞ্চল।