সান্দাকফুতে ‘অকাল তুষারপাত’, বরফে মোড়া চারিপাশ, পোয়া বারো পর্যটকদের। অসময়ে সেজে উঠেছে সান্দাকফু। কোনও আর্টিফিসিয়াল সজ্জা নয়। সাদা বরফের চাদরে এই জায়গাকে সাজিয়েছে প্রকৃতি। আর এতেই কার্যত পোয়া বারো পর্যটকদের।খুশিতে ডগমগ তাঁরা।
হোটেল ব্যবসায়ীদের কথা মোতাবেক, এই সময় সান্দাকফুতে বরফপাত নেহাত গতানুগতিক বিষয় নয়। বরং বিস্তর আলাদা। আর এই দৃশ্য দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশিতে ডগমগ পর্যটকরা।
চারিপাশে সাদা পুরু আস্তরণ, কয়েক ইঞ্চি বরফে ঢাকল সান্দাকফু। সকাল থেকেই সান্দাকফুতে তুষারপাতের জেরে কিছু এলাকায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এদিকে পাহাড়ে যখন তুষারপাত হচ্ছে তখন সমতলে শুরু হয়েছে বৃষ্টি।