চাকরি বাতিলের কারণে কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এক ধাক্কায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল।

এই আবহেই এবার আসরে নামল সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন, যাদের নামে কোনও অভিযোগ নেই তাদের প্রতি মাসে বেতনের ব্যবস্থা করুক সরকার। তিনি বলেন, একটা ভয়াবহ শিক্ষা সংকটের মধ্যে পড়েছি। স্বাধীন ভারতে এর আগে কোনও রাজ্য এমন সংকটের মুখোমুখি হয়নি।

পরিস্থিতি বিচার করে আগামী শনিবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কাছে, শিক্ষক শিক্ষিকাদের কাছে একদিনের কর্মবিরতি পালন করার আবেদন জানিয়েছেন তিনি। সরকারের বিরুদ্ধে নিজেদের কণ্ঠস্বর জোড়ালো করতে শনিবার কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।