শিলিগুড়িতে বেআইনি অস্ত্র ব্যবসা রুখতে অভিযান চালিয়ে সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ

শিলিগুড়ি শহরে বেআইনি অস্ত্র ব্যবসা রুখতে অভিযান চালিয়ে সাফল্য পেল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। শুক্রবার রাতে মিলনপল্লী পিএনটি গলি এলাকা থেকে মোহাম্মদ বাপ্পা (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি প্রাণ কৃষ্ণ কলোনি (টিকিয়া পাড়া) এলাকায়। সে ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মিলনপল্লী এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই মোহাম্মদ বাপ্পাকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।

তার দেহতল্লাশি চালিয়ে একটি ফায়ার আর্মস (অগ্নেয়াস্ত্র) এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি ওই এলাকায় বেআইনি অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃত মোহাম্মদ বাপ্পাকে শিলিগুড়ি মহকুমা আদালতে (কোর্ট) তোলা হয়।

পুলিশ তার ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে, যাতে তাকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র পাচারচক্রের সঙ্গে তার কোনও সংযোগ আছে কি না, তা জানা যায়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই ঘটনার পেছনে বৃহত্তর কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। শিলিগুড়ি শহরে বেআইনি অস্ত্রের লেনদেন রোধে পুলিশ আরও তৎপর হয়েছে।