রাজ্যের তরফে জারি হলো কড়া নির্দেশ

বদল হলো নিয়ম, নয়া নিয়ম অনুযায়ী জারি হলো কড়া নির্দেশ। রাজ্যের তরফে এবার নতুন নির্দেশ অনুযায়ী শিক্ষক, শিক্ষিকাদের বাড়তি দায়িত্ব দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, ছাত্রপিছু জরিমানা দেওয়ার কথা।

একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নাম উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে তোলার কথা আগেই বলা হয়েছিল। এই বিষয়েই একটি বিজ্ঞপ্তিও জারি করা হল। সেখানে বলা হয়েছে, একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠা কোনও পড়ুয়ার নাম যদি সংসদের পোর্টালে নথিভুক্ত না করা হয়ে থাকে তাহলে পড়ুয়াপিছু ৩০০ টাকা জরিমানা গুনতে হবে।

সংসদের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশের পর রাজ্যের বহু বিদ্যালয় কর্তৃপক্ষ চিন্তায় পড়ে গিয়েছে বলে খবর। একইসঙ্গে জরিমানার উল্লেখ থাকায় তা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।