দোরগোড়ায় লোকসভা ভোট। তার আগে চা বলয়ে ‘চা শ্রমিক একতা যাত্রা’ শুরু করে আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। জানা গিয়েছে, কুমারগ্রাম ব্লকের সঙ্কোশ বাগান থেকে এই যাত্রা শুরু হয়। শনিবার ওই যাত্রা এসে পৌঁছায় ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে।
এদিন সেখানে উপস্থিত ছিলেন, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বারা ওরাওঁ, ছিলেন ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস,ছিলেন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি আনন্দ খাড়িয়া প্রমুখ।
এদিন একটি পথসভাও করা হয় তাসাটি ফুটবল মাঠে।ওই পথসভায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক প্রকল্প গুলির কথা তুলে ধরেন তৃণমূল নেতারা। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জমির পাট্টা, চা সুন্দরি প্রকল্পের ঘর তৈরির বিষয়গুলি তুলে ধরা হয়।