শিলিগুড়ি থেকে রোহিণী রোড ধরে দার্জিলিং এর মধ্যে চলাচল করছে প্রচুর সরকারি বাস ফলে ক্ষতির মুখে পড়ছে পাহাড়ের ছোট গাড়ি চালকেরা। এমনই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলো তরাই চালক সংগঠন। সোমবার সকালে শিলিগুড়ি দাগাপুরের মাঠ থেকে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিন মিছিলটি দাগাপুর মাঠ থেকে শুরু করে মহকুমা শাসকের কার্যালয়ে পর্যন্ত যায় সেখানে গিয়ে চালকদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় মহকুমা শাসকের কাছে।
সংগঠনের সম্পাদক মেহবুব খান জানান, রোহিনী রোড ধরে প্রতিদিন প্রচুর সরকারি বাস চলাচল করছে। যার ফলে ওই পথ দিয়ে দার্জিলিং ও শিলিগুড়ির মধ্যে চলাচলকারী ছোট গাড়ির চালকরা সমস্যায় পড়ছে, কারণ বাস চলাচল করায় ছোট গাড়িতে যাত্রীরা উঠছে না, এতেই ক্ষতির মুখে পরছে ছোট গাড়ি চালকরা। সংগঠনের দাবি বাস চলাচল করুক তবে রোহিনী রোড দিয়ে নয়।
অন্যদিকে, এদিন গাড়ি চালক সংগঠনের এই বিক্ষোভের জেরে সকাল থেকেই দার্জিলিং ও শিলিগুড়ির মধ্যে বন্ধ থাকে ছোট গাড়ি চলাচল।