বিশাল আকৃতির অজগর সাপের আগমনে চাঞ্চল্য ডুয়ার্সের চুলচা চা বাগানে

কখনও চিতাবাঘ, কখনো আবার জঙ্গলি বাইশন যদিও ডুয়ার্সের চা বাগানে বন্যপ্রাণীর আগমন নতুন কিছু নয়। তবে এবার হাতি বা চিতাবাঘ কিছুই নয়, এবার বিশাল আকৃতির অজগর সাপের আগমনে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের চুলচা চা বাগানে। মঙ্গলবার ডুয়ার্সের মাটিআলী ব্লকের চুলছা চা বাগান এলাকা থেকে উদ্ধার হল একটি ১৪ ফুট দীর্ঘের অজগর সাপ।

মঙ্গলবার চা বাগানে চা শ্রমিকরা হাসপাতাল সংলগ্ন এলাকায় সাপটিকে দেখতে পায়। এরপর আচমকা এভাবে অজগর দেখে রীতিমত আঁতকে ওঠেন তাঁরা। খবর চাউর হতেই এলাকায় ভিড় করেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জের বন কর্মীদের।

বন কর্মীরা চালসার সর্ব প্রেমী দিবস রাই কে সঙ্গে নিয়ে আসেন অজগর সাপটিকে উদ্ধার করার জন্য। তার সহযোগিতায় বিশাল আকৃতির অজগর সাপটিকে উদ্ধার করে চাপরামারি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।