জামিনের আবেদন জানালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই যদিও বিগত দু’বছর ধরে জেলের চার দেওয়ালের মধ্যে দিন কাটছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। এবার ফের একবার জামিনের আবেদন জানালেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে জামিনের আর্জি জানিয়েছেন পার্থ। বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

আদালতের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ নভেম্বর ওই মামলায় শুনানি হবে। অন্যদিকে সিবিআইয়ের তরফ থেকে আবার তদন্তের স্বার্থে পার্থকে হেফাজতে রাখার আবেদন করা হয়েছে। পার্থর পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলেরও জেল হেফাজতের আর্জি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।