অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতর হচ্ছে শিক্ষা সংসদ

প্রতি নিয়ত বদলাচ্ছে নিয়ম। লেগেছে আধুনিকতার ছোঁয়া, তাই যুগের সাথে তাল মেলাতে হতে হচ্ছে আধুনিক। এবার আধুনিকতর হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সেই লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে গেল।

এবার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বার্তা পৌঁছে দেওয়া হবে ছাত্রছাত্রী, অভিভাবক সহ বিভিন্ন মহলে। ফেসবুক-ইউটিউব এখন সবার মুঠোফোনে বন্দি। মনে করা হচ্ছে ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে আরো দ্রুত পৌঁছে যাওয়া যাবে পড়ুয়াদের কাছে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ চালু করেছে ফেসবুক ও ইউটিউব চ্যানেল। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি, ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন, ফর্মপূরণ সহ বিভিন্ন বার্তা দেওয়া হবে এখান থেকেই। ইউটিউবে গিয়ে https://www.youtube.com/@wbchse1975 ক্লিক করলে পৌঁছে যাওয়া যাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চ্যানেলে।