ধলাই জেলায় অনুষ্ঠিত হতে চলছে প্রথম জেলা ভিত্তিক সরস মেলা

চলতি মাসের ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলছে প্রথম জেলা ভিত্তিক সরস মেলা।ধলাই জেলাভিত্তিক এই মেলা আমবাসা চন্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে চলছে।ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলছে এই জেলা ভিত্তিক সরস মেলা।

ধলাই জেলার বিভিন্ন এস এ জি গ্রুপের মহিলারা তাদের নিজস্ব উদ্যোগে তৈরি করা বিভিন্ন জিনিস এই মেলায় নিয়ে আসবে।তিন দিনব্যাপী এই মেলায় দপ্তরের উদ্যোগে ৫০ টি স্টল তৈরি করা হয়। এই স্টল গুলিতে এসএজি গ্রুপের মহিলারা তাদের হাতে তৈরি রকমারি জিনিসপত্র নিয়ে বসবেন। পাশাপাশি থাকবে এস এইচ জি গ্রুপের মহিলাদের দ্বারা তৈরি বিভিন্ন খাবারের স্টল।

দপ্তরে এক আধিকারিক জানান মেলার মাধ্যমে বেনেনা চিপস্ , এবং গ্রুপের মহিলাদের দ্বারা তৈরি  সেনেটারি প্যাডের শুভ উদ্বোধন করা হবে। এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মাঠে তৈরি করা হয় বিভিন্ন স্টল । মেলায় সকল অংশের জনগণকে আসার জন্য আমন্ত্রণ জানায় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক । পাশাপাশি এস এইচ জি গ্রুপের মহিলাদের উৎসাহিত করার জন্য অনুরোধ রাখেন।