সাহিত্যচর্চার নতুন মঞ্চ গড়ে তুলতে প্রথমবার “শিলিগুড়ি লিট ফেস্টের” আয়োজন

শিলিগুড়িতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল শিলিগুড়ি লিট ফেস্ট, যার আয়োজন করেছে শিলিগুড়ি লিটারারি সোসাইটি। এই সাহিত্য উৎসবের মূল লক্ষ্য হল বিভিন্ন ভাষার লেখক, কবি ও সাহিত্যিকদের একত্রিত করা এবং সাহিত্যচর্চার একটি নতুন মঞ্চ গড়ে তোলা।

শুক্রবার থেকে শুরু হওয়া এই দুই দিনব্যাপী উৎসবে রয়েছে বই প্রকাশ, সাহিত্য নিয়ে আলোচনা, কবিতা পাঠ, এবং একাধিক সাংস্কৃতিক পরিবেশনা। শিলিগুড়ির সাংস্কৃতিক মানচিত্রে একটি নতুন মাত্রা যোগ করল এই আয়োজন।