তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মুখ খুললেন জুনিয়র ডাক্তার

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় জানা যায়, ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি। সেদিন ওই একই হাসপাতালে নিহত ডাক্তারের ময়নাতদন্ত করা হয়। ইতিমধ্যেই এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে।

কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়, তিলোত্তমার ময়নাতদন্তের নথিতে প্রতিবাদকারী জুনিয়র চিকিৎসকদের স্বাক্ষর ছিল। সেই নথি ত্রুটিপূর্ণ হলে, সেখানে কেন তাঁর সহকর্মী তথা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা সই করলেন? এবার এই নিয়ে মুখ খুললেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ।

আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অন্যতম মুখ কিঞ্জল এই প্রসঙ্গে বলেন, ‘৯ আগস্ট সকালে আমরা প্রথম খবর পাই চেস্ট বিভাগের সেমিনার রুমে একজন পিজিটি ছাত্রী আত্মহত্যা করেছে। সেখানে গিয়ে আমরা বুঝতে পারি, আত্মহত্যা নয়, তাঁকে খুন করা হয়েছে। তখনই ময়নাতদন্তের জন্য আমরা চাপ দিই। আমরা চেয়েছিলাম, একটা খুনের ঘটনাকে যাতে আত্মহত্যার দিকে গড়িয়ে না দেওয়া হয়। ময়নাতদন্তের নথিতে আমাদের সই ছিল। তবে সেটা নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’।