একাধিক শর্তের কথা জানালেন জুনিয়র ডাক্তারের

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় রাতভর অবস্থান করেছেন আন্দোলনকারীরা। এবার জানানো হল, তাঁরা আলোচনায় বসতে তৈরি। তবে রয়েছে বেশ কিছু শর্ত!

জুনিয়র ডাক্তারদের কথায়, তাঁদের দাবি না মানা অবধি অবস্থানেই বসে থাকবেন। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। ইমেল পাঠিয়ে তাঁদের আলোচনায় বসার কথা বলা হয়।

প্রতিবাদকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, ‘১০ জনের প্রতিনিধি দল নিয়ে আমাদের দেখা করতে বলা হয়েছে। তবে আমাদের দাবি, অন্তত ২৫ জন যাওয়ার অনুমতি দিতে হবে’। একইসঙ্গে তিনি এও বলেন, আলচনায় বসলেই অবস্থান তুলে নেওয়া হবে এমনটা নয়। তাঁদের দাবি পূরণের জন্য সরকারের তরফ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।