বনদপ্তরের পাতা খাঁচায় আটক চিতাবাঘ

জলপাইগুড়ি:- ফের বনদপ্তরের পাতা খাঁচায় আটক একটি চিতাবাঘ। শুক্রবার সকালে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে বনদপ্তরের পাতা খাঁচায় আটকে পড়া চিতাবাঘটিকে উদ্ধার করলো খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে এই চিতাবাঘটি সন্ধ্যা নেমে এলেই গ্রামে ঢুকে ছাগল গরু হাস মুরগী তুলে নিয়ে যেত।

এমনকি চাবাগানে কাজ করতে আসা শ্রমিকদের তাড়া করতো এই চিতাবাঘটি।চাবাগানে কাজ করতে গিয়ে চিতাবাঘের আক্রমণে আহত হওয়ার ঘটনার নজির রয়েছে।এরপরই বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ছাগলের টোপ দিয়ে খাচা পেতে রেখেছিল বনকর্মীরা।

সেই ছাগল খেতে এসে বনদপ্তরের পেতে রাখা খাঁচায় আটকে পড়ে যায় চিতাবাঘটি। এরপরই খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।