তীব্র দাবদাহে তেষ্টা মেটাতে উদ্যোগী পুলিশ

তীব্র দাবদাহে পথচারী এবং দূরপাল্লার গাড়ির চালকদের কষ্ট লাঘব করতে ওআরএস মিশ্রিত ঠাণ্ডা পানীয় জল বিলি করলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানা এবং ট্রাফিক পুলিশের কর্তারা। শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের হাতিমোড়ে পুলিশের এই কর্মসূচী অনুষ্ঠিত হলো। ছিলেন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার, ট্রাফিক ওসি অতুল দাস সহ পুলিশ কর্মীরা।

আইসি জানান, অসহ্য গরমে টানা গাড়ি চালাতে গিয়ে চালকেরা অসুস্থ হয়ে পড়েন। জাতীয় সড়কে দুর্ঘটনাও ঘটতে পারে। তাই শরীর ঠিক রাখতে ওআরএস মিশ্রিত জল খাওয়া দরকার। এদিন দুপুরে সেকারণেই ঠাণ্ডা পানীয় তুলে দেওয়া হলো। এর পাশাপাশি সাবধানে গাড়ি চলাচলের ব্যাপারেও সতর্ক করা হয়েছে।