চিকিৎসক মৃত্যুর ঘটনায় এবার নজরে তৃণমূল নেতা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আজ সোমবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির জন্য উঠবে। তবে তার আগেই বড়সড় তথ্য সামনে আনল, সিবিআই-এর নজরে তৃণমূল কংগ্রেসের দুই প্রভাবশালী নেতা।

একজন বিধায়ক এবং একজন কাউন্সিলর। রিপোর্ট অনুযায়ী তরুণী চিকিৎসকের মৃতদেহ তড়িঘড়ি দাহের নেপথ্যে ছিল এই দুই নেতার হাত। মৃতার পরিবার তরফে বারংবার দাবি করা হয়েছে, মেয়ের দেহ পোড়ানোর জন্য তাড়াহুড়ো করেছিল পুলিশ।

এবার যাতে দ্বিতীয়বার দেহ ময়নাদন্ত না করা হয়, তার জন্যেই কী দুই তৃণমূল নেতারও।তৎপরতা ছিল? ঘেঁটে দেখছে সিবিআই। ঘটনার দিন (৯ অগস্ট) বিকেল ৪টের পরে এক তৃণমূল বিধায়কের মোবাইলে এক সাংসদের ফোন আসে। আরও জানা গিয়েছে যতক্ষণ না চিকিৎসকের মৃতদেহ দাহ হয় ততক্ষন পর্যন্ত নাকি বিধায়কের মোবাইলের টাওয়ার লোকেশন শ্মশানের আশপাশেই ছিল।