এ বার প্যারাগ্লাইডিং শুরু হচ্ছে গিদ্দা পাহাড়েও

দার্জিলিং ও কালিম্পং এর পরে এবার প্যারাগ্লাইডিং চালুর তোড়জোড় শুরু হয়েছে কার্শিয়াংয়ে।সূত্রের খবর, কার্শিয়াংয়ে পরীক্ষামূলক ভাবে এটি চালু করার জন্য নজরদারি চলছে। গিদ্দা পাহাড় থেকে রোহিণী অবধি প্রথম বার প্যারাগ্লাইডিং চালুর চেষ্টা শুরু হয়েছে। এর আগে, দার্জিলিং এর বিজনবাড়িতেও প্যারাগ্লাইডিং চালু করা হয়েছিল। তবে আবহাওয়া, পরিকাঠামোর সমস্যায় তা বন্ধ থাকছে। কালিম্পংয়ের ডেলোই এত দিন পাহাড়ি দুই জেলার এক মাত্র প্যারাগ্লাইডিং করার জায়গা ছিল। এ বার তাতে জুড়তে চলছে কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়।

তবে সোনম ভুটিয়া বলেন যে, ‘‘কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়ে প্যারাগ্লাইডিংয়ের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। জিটিএ, পর্যটন দফতরের তরফে খুঁটিনাটি সব দেখা হচ্ছে। সরঞ্জাম থেকে পর্যটকদের নিরাপত্তার দিকটা দেখেই তারপর ছাড়পত্র দেওয়া হবে।’’

প্রতি বছর দেশবিদেশের পাহাড়ে বহু পর্যটক অ্যাডভেঞ্চার স্পোর্টসের টানে আসেন। তবে প্যারাগ্লাইডিং বহু বছর ধরে কালিম্পংয়ে চলছে। গত কয়েক বছরে প্যারাগ্লাইডিং এবং র‌্যাফ্টিং দুর্ঘটনায় বহু পর্যটকদের মৃত্যুর ঘটনাও ঘটেছে। শোনা গেছে আবহাওয়ার জেরেই পর পর ঘটনাগুলি ঘটেছে। তবে এবার পুজোর আগে, দার্জিলিং ও কালিম্পং পাহাড়ি এলাকায় চালু হয়েছে অ্যাডভেঞ্চার টুরিজ়ম এবং পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বর্ষার মরসুমে তিন মাস বন্ধ রাখা হয়েছিল সমস্ত ধরনের অ্যাডভেঞ্চার টুরিজ়ম।