সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের ঘোষের ঠিকানা এখন প্রেসিডেন্সি জেল। জেলের চার দেওয়ালের মধ্যেই এবারের পুজোটা কাটাতে হবে সন্দীপকে।
এই বছর পুজোর কয়েকটা দিন জেলবন্দিদের জন্যেও বড় উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কারা দফতরের এক আধিকারিক বলেন, ষষ্ঠী থেকে দশমী অবধি যারা দোষী সাব্যস্ত হয়েছেন এবং যে সকল অভিযুক্তদের বিচার চলছে, প্রত্যেকের জন্য ‘স্পেশ্যাল’ খাবারদাবারের বন্দোবস্ত করা হবে।
কারা দফতরের এক আধিকারিক বলেন, ষষ্ঠী থেকে দশমী অবধি মাছের মাথা দিয়ে পুঁইশাক, লুচি, ছোলার ডাল, মাছের মাথা দিয়ে ডাল, আলু পটল চিংড়ি, মুরগির মাংস, বাসন্তী পোলাও, মটন বিরিয়ানি, পায়েসের মতো একাধিক সুস্বাদু সব পদ তুলে দেওয়া হবে বন্দিদের পাতে। তবে শুধু আমিষ নয়, নিরামিষ খাবারের বন্দোবস্তও করা হবে।