এবারও পিছিয়ে গেল মামলার শুনানি

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় মঙ্গলবারের পর বুধবার। ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। এই নিয়ে দু’দিনে মোট তিনবার এই মামলার শুনানি পিছোল।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, সন্ধ্যায় তাঁকে একটি অনুষ্ঠানে যোগ দিতে হবে। সেই কারণে এই মামলা শোনা হবে না। সিজেআই চন্দ্রচূড় জানান, আজ বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। আরজি কর মামলায় রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এদিন বিকেলে এই মামলার শুনানি হবে না শুনে তিনি আগামী সপ্তাহে এই মামলার তারিখ চান।

অন্যদিকে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, এই মামলায় কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন রয়েছে। তবে আজ এই মামলার কোনও অংশই শীর্ষ আদালত শুনতে চায়নি।