ভারত জুড়ে আর্থিক অন্তর্ভুক্তি (ফিনান্সিয়াল ইনক্লুশন) বাড়ানোর কৌশলের অংশ হিসেবে বোলপুরের পঙ্কজিনী লজে একটি নতুন ইউটিআই ফিনান্সিয়াল সেন্টার (ইউএফসি) খোলার ঘোষণা করেছে ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (ইউটিআই এএমসি)। দক্ষিণ, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ১৯টি ইউএফসি খোলার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে ১৮ নভেম্বর নতুন ইউএফসি লঞ্চ হতে চলেছে।
বি-৩০ শহরগুলিতে বিনিয়োগের সুযোগ প্রদানে এসব নতুন কেন্দ্রের গুরুত্বের ওপর জোর দিয়ে বক্তব্য রেখেছেন ইউটিআই এএমসি-র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ইমতাইয়াজুর রহমান। এই সম্প্রসারণ সচেতনতা সৃষ্টি ও মিউচুয়াল ফান্ড বিনিয়োগকে সবার জন্য সহজলভ্য করার প্রতি কোম্পানির দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
ইউএফসি ও ব্যাংকগুলির সঙ্গে অংশীদারিত্ব-সহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে স্বতন্ত্র বিনিয়োগকারীদের কাছে পৌঁছানোর দিকে মনোনিবেশ করে তার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে শক্তিশালী করাই ইউটিআই এএমসি-র লক্ষ্য।