উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভে নামল ওয়েভ কুপার এবং তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি

চার মাসের অধিক সময় কেটে যাচ্ছে, তবে এখনও বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। সে কারণে আজ পুন্ডিবাড়ি কৃষি বিশ্ববিদ্যালয়ে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি এবং ওয়েভ কুপারের পক্ষ থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন তারা।

বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ওয়েব কুপার জয়েন কনভেনার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই এতে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছেন ছাত্র-ছাত্রীরা। বেতনে অসুবিধা হচ্ছে অস্থায়ী কর্মীদের। সেই সাথে উন্নয়নমূলক বিভিন্ন কাজে ব্রাত্য হচ্ছে বিশ্ববিদ্যালয়। এরপর তিনি আরো বলেন যেহেতু রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের কোনো বিজেপি সমর্থিত অধ্যাপককে পাচ্ছেন না তাই তিনি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য দিচ্ছেন না। এদিন তাদের এই দাবিকে জনসমক্ষে আনতে বিশ্ববিদ্যালয়ের গেটের আন্দোলন।