বাংলাদেশিদের জন্য কি ভাবছে কেন্দ্র সরকার

এইমুহূর্তে বাংলাদেশের অবস্থা অগ্নিগর্ভ হয়ে রয়েছে। প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে মানুষের। বাংলাদেশের চলমান বিক্ষোভের এই পরিস্থিতিতে বঙ্গভবনে শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে গত কয়েকদিন ধরেই সীমান্তে বাড়ছে বাংলাদেশিদের ভিড়।

এবার শোনা গেল, শরণার্থীদের জন্য দরজা খোলা হবে নাকি হবে না তা নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। বঙ্গ বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই হিন্দু শরণার্থীদের জন্য ভারতের দরজা খোলার কথা বলা হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, এই অশান্তির কারণে ওপার বাংলা থেকে প্রায় ১ কোটি শরণার্থী এদেশে চলে আসতে পারেন।

বিশেষত পশ্চিমবঙ্গে ঠাঁই নিতে পারেন। বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যও ওপার বাংলায় অত্যাচারিত হিন্দুদের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়ানোর কথা বলেছিলেন। তবে আপাতত দরজা খুলতে নারাজ সাউথ ব্লক।