বাড়ানো হলো ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার এই পরিস্থিতিতে তাদের অনুকূলে দু দফায় মহার্ঘ্য ভাতা বা ডিএ বাড়িয়েছে মমতা সরকার। তবে তাতেও খুশি নয় রাজ্য সরকারি কর্মচারীগণ।

তবে অন্যদিকে হোলির আগে ফের বাড়ল ডিএ বা মহার্ঘ ভাতা। এবার আরও চার শতাংশ ডিএ বাড়িয়ে দেওয়া হল কিছু সরকারি কর্মীদের। জল জীবন মিশনের কর্মীদের ডিএ বৃদ্ধি করা হয়েছে। ৪% ডিএ বাড়ানো হয়েছে। যার ফলে একধাক্কায় অনেকটাই বাড়বে বেতন।

আগে এই মহার্ঘ ভাতার পরিমাণ ছিল ১৯৬ শতাংশ। ফের ৪% বৃদ্ধি করায় এখন তা দাঁড়িয়েছে ২০০ শতাংশে। লোকসভা ভোটের আগে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এই ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যা আগামী ১ মার্চ থেকে কার্যকর করা হবে। সংস্থার ৩,২৬৫ জন কর্মচারী এবং ৭,৫৯৬ জন পেনশনভোগী এই বৃদ্ধির সুবিধা পাবেন।