বাদশা শূন্য বীরভূম বাড়ছে গোষ্ঠী দ্বন্দ্ব

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর অগাস্ট মাস থেকে গরু পাচার মামলায় জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

এরই মাঝে হল পদ ছাড়তেই বিস্ফোরক সিউড়ি পুরসভার চেয়ারম্যান প্রণব কর। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে নিজেকেই কেষ্ট মনে করছেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী। চাপ দিয়ে কাউন্সিলরকে পদ ছাড়তে বাধ্য করেছেন বিকাশ। এমনই বিস্ফোরক অভিযোগে সরব প্রণব কর।

অনুব্রত চলে যাওয়ার পর থেকে বারংবার গোষ্ঠীকোন্দল, দলের অন্দরে প্রায়শই বিবাদ। এরই মধ্যে সোমবার সিউড়ি পৌরসভার সমস্ত রকম পদ থেকে ইস্তফা দেন পুরসভার চেয়ারম্যান প্রণব কর। একই সঙ্গে সরে দাঁড়ান কাউন্সিলর পদ থেকে। কেষ্ট ঘনিষ্ঠ প্রণবের হঠাৎ পদত্যাগে অবাক হয়েছিল অনেকেই।