ইডির তরফে চাঞ্চল্যকর তথ্য, অনুমান কয়েক হাজার কোটি টাকা থাকতে পারে হৈমন্তীর অ্যাকাউন্টে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি চক্রে জড়িয়েছে নতুন নাম, হৈমন্তী গঙ্গোপাধ্যায়, তোলপাড় রাজ্য। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ সর্বপ্রথম এই নাম প্রকাশ্যে আনেন। তারপর থেকেই চর্চা শুরু। কুন্তুলের মুখে হৈমন্তীর নাম উঠে আসার পরই তদন্ত শুরু করেন কেন্দ্রীয় সংস্থার অফিসাররা৷

হৈমন্তী গঙ্গোপাধ্যায় হলেন নিয়োগ দুর্নীতিতে সাক্ষী গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী৷ ইডি সূত্রে খবর, গোপাল দলপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি হৈমন্তী গঙ্গোপাধ্যায়। বড়বাজারের একটি বেসরকারি ব্যাঙ্কে আরমান নামে অ্যাকাউন্ট খোলেন গোপাল, সেখানে হৈমন্তীকে নমিনি করেছিলেন। ইডির চাঞ্চল্যকর দাবি, নিয়োগ দুর্নীতির কয়েক হাজার কোটি টাকা হৈমন্তীর কাছে রয়েছে।

গোয়েন্দা সংস্থা আরও জানাচ্ছে, ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত ওই অ্যাকাউন্টের নমিনি ছিলেন হৈমন্তী। ইডি মনে করছে, মডেল–অভিনেত্রী হিসেবে পরিচিত এই মহিলা গোপালের সঙ্গে মিলে একডজন কোম্পানি খুলেছিলেন। সেগুলির মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। শুধু তাই নয়, একাধিক প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রাখার পর একাধিক জমি ও ফ্ল্যাটও কেনা হয়েছে। আগেই জানা গিয়েছে, একসময় গোপাল এবং হৈমন্তীর কেমিস্ট্রি ছিল বেশ মাখোমাখো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *