কেন্দ্র সরকারের তরফে এক নয়া পদক্ষেপ

সময়ে সময়ে দেশবাসীর সুবিদার্থের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। এবারও এক গুরুত্ব পূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, বার্থ অফ সার্টিফিকেট ইত্যাদি নথিগুলি প্রত্যেক ভারতীয়র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার এবার আরও একটি নতুন কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

মূলত পড়ুয়াদের জন্য মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে APAAR কার্ড চালু করার। জাতীয় শিক্ষানীতি এবং এক দেশ এক আইডি-এর প্রেক্ষিতে এই কার্ড তৈরি করা হবে। APAAR এর সম্পূর্ণ অর্থ অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন।

এই ব্যাপারে শিক্ষা মন্ত্রক বলছে যদি কোনও অভিভাবক এই কার্ড করাতে অনিচ্ছুক হন তাহলে সেই অভিভাবকের সন্তানের APAAR কার্ড করা হবে না। একজন পড়ুয়ার শিক্ষা জীবনের গ্রাফ সম্পূর্ণভাবে নথিভুক্ত থাকবে এই APAAR কার্ডে।