আর ডিএ বাড়ার সম্ভবনা নেই কেন্দ্র সরকারের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ প্রসঙ্গে মন্তব্য করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য।

চন্দ্রিমাদেবী বলেন, ‘DA যেটা বাড়ানোর ছিল, সেটা দিয়ে দেওয়া হয়েছে’। নিজের কথায় মন্ত্রী পরিষ্কার করে দিলেন পুজোর আগে ডিএ বৃদ্ধির কোনও সম্ভাবনাই আপাতত নেই। অর্থমন্ত্রী আরও বলেন, ‘ডিএ যেটা বাড়ানোর ছিল, সেটা আগেই বাড়ানো হয়ে গিয়েছে। এই ইস্যুটা এখন আদালতে বিচারাধীন আছে।’

কিছুদিন আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন সেই সময় তার বিরোধীতা করে ডিএ মেটানোর দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহুর্তে রাজ্যের সরকারি কর্মীরা ৬ শতাংশ ডিএ পাচ্ছেন। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৪২ শতাংশ হারে। আবার খুব শীঘ্রই তা বেড়ে ৪৬% হতে পারে বলে জানা যাচ্ছে।