বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার রাজ্যের একাধিক জায়গায় লোডশেডিং। রোজই ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং। প্রচন্ড গরমের কারণে বিদ্যুৎহীন অবস্থায় ঘরে থাকাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
কলকাতা ও তার আশেপাশের এলাকায় তুলনামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ বেশি থাকলেও দক্ষিণবঙ্গের বহু জেলার পাশাপাশি উত্তরবঙ্গে এই সমস্যা আরও বহুগুন বেশি। এই পরিস্থিতিতে রাজ্যসরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর। আগামী দুদিনের মধ্যে এই চরম সংকট না মিটলে বিদ্যুৎ দফতরের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে। যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট।