নির্বাচনের ফল প্রকাশের অপেক্ষায় মেঘালয়

চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ এরই মাঝে উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যের বিধানসভা ভোট সম্পন্ন হয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা বাদ দিলে মোটামুটি ভালোভাবেই শেষ হয়েছে ভোটদান পর্ব। আগামীকাল ২ মার্চ ফল প্রকাশ এই নির্বাচনের। তার আগে একাধিক বুথ ফেরত সমীক্ষা থেকে বড় ইঙ্গিত মিলেছে মেঘালয়ের ভোট নিয়ে।

জি এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী, মেঘালয়ে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তবে বিজেপির থেকে বেশি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস! আভাস মিলছে, ২১-২৬ টি আসন পেতে পারে শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি (পিপিপি)। ৮-১৩ টি আসন পেতে পারে তৃণমূল এবং বিজেপি পেতে পারে ৬-১১ টি আসন।

এখানেই ‘মমতা ম্যাজিক’-এর বিষয়টি চলে আসছে। গত ডিসেম্বরেই তিনি প্রথমবারের জন্য মেঘালয় সফর করেছিলেন। তারপর জানুয়ারি মাসে ভোটের প্রচারে গিয়েছিলেন। সভা মঞ্চ থেকেই স্থানীয় ভাষার ইস্যু থেকে উন্নয়ন ইস্যুতে বক্তব্য রাখেন তিনি। এছাড়া বলেন, তৃণমূল ক্ষমতায় এলে বাংলার মতো সে রাজ্যেও চালু করা হবে একাধিক প্রকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *