অপেক্ষার অবসান ঘটিয়ে নির্ধারিত সময়েই এসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গেছে বেশ কিছু পুজো মন্ডপের। এই অবস্থায় শহরে জারি করা হল হাই অ্যালার্ট। দুর্গাপুজো উপলক্ষে রেলের পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে হাওড়া ও শিয়ালদা স্টেশনে।
আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে ছোট-বড় দুর্ঘটনা এড়াতে। ‘নাশকতা বিরোধী’ চেকিং শুরু হয়েছে। বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে লুটপাট বন্ধের জন্য। আরপিএফ হাওড়ার ৬-৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাতে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। মাদক যুক্ত পানীয় যাত্রীকে খাওয়ানোর সময় মহম্মদ মাসুমকে গ্রেফতার করা হয়।
তল্লাশি করে তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর মাদক ট্যাবলেট। উৎসবের সময় নাশকতা এড়াতে ও দুর্ঘটনা রোধ করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে রেল। আরপিএফ বা রেলওয়ে গার্ড এর পক্ষ থেকে চালানো হচ্ছে নজরদারি। অপরাধ দমনে করা সিসিটিভি নজরদারি চালানো হচ্ছে হাওড়া, শিয়ালদহের মতো বড় স্টেশনগুলিতে।