বদল হলো নিয়ম, বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সম্প্রতি ভারতীয় রেলওয়ে বোর্ড নির্দেশ দিয়েছে এমন ট্রেনগুলোকে চিহ্নিত করার যেগুলির স্লিপার কোচ প্রায় ফাঁকা যাতায়াত করছে অথবা যাত্রী হচ্ছে না। রেল জানিয়েছে, সেক্ষেত্রে সংরক্ষিত স্লিপার কোচগুলিকে রূপান্তরিত করা যাবে অসংরক্ষিত স্লিপার বা জেনারেল বগিতে।

এই উদ্যোগের ফলে জেনারেল বগিতে যে মাত্রারিক্ত ভিড় হয় তা অনেকটাই কমানো যাবে। অন্যদিকে সংরক্ষিত স্লিপার কোচগুলিও জেনারেল কোচের রূপ নেবে। এর ফলে জেনারেল বগির ভিড় অনেকটা ভাগ হয়ে যাবে মনে করছে রেল।

রেলের তরফে জানানো হয়েছে, “রেলওয়ে বোর্ড নির্দেশ জারি করেছে জেনারেল স্লিপার ক্লাসের কোচকে জেনারেল (অসংরক্ষিত) কোচে পরিবর্তন করার। বিশেষ করে দিনের বেলা চলা যে ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা কম থাকে সেই ট্রেনগুলোতে বলবৎ করতে হবে এই নিয়ম।”