মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে কড়া নজরদারি, বসল কয়েক লক্ষের ক্যামেরা

কড়া নিরাপত্তায় মুড়ছে মুখ্যমন্ত্রীর বাড়ি৷ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে কড়া বেষ্টনী এড়িয়ে একটা মাছি গলতে পারবে না এবার৷ এমনটাই দাবি, সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের৷ কারণ, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে অত্যাধুনিক ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন হয়েছে৷ জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে এমন একটি নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যার নজর এড়ানো দায়৷

এই গোটা ব্যবস্থাপনার জন্য খরচ হয়েছে প্রায় ৫৬ লক্ষ টাকা৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ‘ডিরেক্টরেট অব সিকিয়োরিটি’ এবং কলকাতা পুলিশের কর্তাদের এক জনের মন্তব্য, ‘‘ওই এলাকায় গেলেই বুঝতে পারবেন, নিরাপত্তা ব্যবস্থা কতটা আঁটসাঁট। রাতে তো দূর, দিনেও কেউ বিনা কারণে মুখ্যমন্ত্রীর বাড়ির গলিপথে ঘোরাঘুরি করার সুযোগ পাবে না।’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে বসানো হয়েছে ‘পেরিমিটার ইনট্রুশন ডিটেকশন সিস্টেম’। নজরদারির ফাঁকফোকর এড়াতে মুখ্যমন্ত্রীর বাড়িকে কেন্দ্র করে পুরো এলাকায় ক্যামেরাযুক্ত পিআইডিএস বসিয়েছে কলকাতা পুলিশ। এক-একটি খুঁটির সঙ্গে উঁচু জায়গায় ক্যামেরা ও সেন্সর লাগানো ডিভাইস বা বৈদ্যুতিন যন্ত্র বসানো থাকছে। ক্যামেরায় ছবি তোলার পাশাপাশি সেন্সরের আওতায় কেউ ঢুকলেই সিস্টেমের সঙ্গে যুক্ত কন্ট্রোল রুমে সতর্কবার্তা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *