অবশেষে দেখা দিলো শীত

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। আগমন হয়েছে শীত কালের, তবে দেখা নেই শীতেরই। শীত এসেও যেন আসছে না বঙ্গে। এমতাবস্থায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কাল থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া।

পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ওদিকে জারি থাকবে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

ওদিকে শীতল দিনের সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙেও এই দুই জেলায় হালকা বৃষ্টির সাথে তুষারপাতও হতে পারে। ঘন কুয়াশার জেরে কমলা সতর্কবার্তা উত্তরবঙ্গের সব জেলাতে।