আগামী সপ্তাহে দুদিন বন্ধ থাকতে চলেছে সবকিছু

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। আসন্ন এই দুর্গাপূজার আগে মাসে একাধিক ছুটি পাচ্ছে সরকারি কর্মীরা। যদিও এ কোনও সরকারি ছুটি নয়।

সংগ্রামী যৌথ মঞ্চ অক্টোবর মাসের ১০ ও ১১ তারিখ মঙ্গল ও বুধবার কর্মবিরতির ডাক দিয়েছে। স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস কাছারি সব কিছুই বন্ধ রাখতে বলা হয়েছে। দীর্ঘ দিন ধরে ডিএর দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে চলছে মামলা।

প্রায় দুইশোরও বেশি দিন ধরে আন্দোলন করে চলেছে বাংলার সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের দাবি পুজোর আগেই তাদের বকেয়া ডিএ মেটানো হোক। আর এই দাবিতেই কর্মবিরতির ডাক দিয়েছে তারা। প্রসঙ্গত কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। আর সেখানে রাজ্যের সরকারি কর্মীরা পায় ৬ শতাংশ।