আজও রাজ্য জুড়ে ঝড়ের পূর্বাভাস

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে কালবৈশাখী নিয়ে কড়া সতর্কতা জারি করল আবহাওয়া দফতর৷

আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যার ফলে ২৩ থেকে ২৭মে টানা পাঁচ দিন রাজ্যে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে৷ বুধবারও রাজ্যের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি ধেয়ে আসতে চলেছে৷ বুধবার রাজ্যের ১৫ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার মঙ্গলবার কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় হতে পারে।

অন্যদিকে, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ থাকবে আরও বেশি, ঘণ্টায় প্রায় ৫০-৬০ কিমি। পাশাপাশি শহর কলকাতাতেও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তরবঙ্গের সব জেলাতেই ২৭ মে শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।