আদালতের নির্দেশের অপেক্ষায় আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে ন্যায্য চাকরির দাবিতে দীর্ঘদিন রাস্তায় বসে রয়েছেন চাকরিপ্রার্থীরা। আদালতে চলছে একের পর এক মামলা। তবে এরই মাঝে উচ্চ প্রাথমিকের পরীক্ষার্থীদের জন্য কিছুটা আশার খবর শোনালো রাজ্য।

প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের নির্দেশে চূড়ান্ত মেধাতালিকা আগেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ ৯ বছর ধরে আটকে নিয়োগ। কমিশন সূত্রে খবর আদালত থেকে নিয়োগের সবুজ সংকেত মিললেই শুরু হবে তোড়জোড়। মনে করা হচ্ছে পুজোর পরপরও ২০২৩ সালে এর সুরাহা হতে পারে।

পুজোর পরই উচ্চ প্রাথমিকে নিয়োগ হতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন যে মেধাতালিকা প্রকাশ করেছে সেখানে ১৩,৩৩৯ জনের নাম রয়েছে। আদালতের অনুমতি পেলেই আমরা কাউন্সেলিংয়ের তারিখ জানিয়ে দেওয়া হবে।