আসন্ন নির্বাচন পূর্বে প্রকাশিত হলো এক সমীক্ষা

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বার প্রকাশ হয়েছে এক সমীক্ষা। সেই রিপোর্টে যা উঠে এসেছে তাতে বাংলায় এবার লোকসভা ভোটে ফের জয় হবে ‘মা-মাটি-মানুষের’ তৃণমূলেরই।

সমীক্ষা অনুযায়ী, বাংলার শাসকদল তৃণমূল পাবে ২২টি আসন। আর বিজেপি পেতে চলেছে ১৯টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসনে। বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে বেশ কিছুদিন চলেছে টানাপোড়েন। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই জানিয়ে দিয়েছেন ৪২ আসনেই প্রার্থী দিচ্ছে দল।

অর্থাৎ কংগ্রেসের সাথে জোট সমঝোতা হচ্ছে না। তবে এতে তৃণমূলের কোনও ক্ষতিও হচ্ছে না। দেখা যাচ্ছে তৃণমূলের আসন সংখ্যা অপরিবর্তিতই থাকছে। উল্টে কংগ্রেসকেই আরও একটি আসন হারাতে হতে পারে এমনই আঁচ দিচ্ছে সমীক্ষা।