লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এরই মধ্যে শোনা যাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে মুখপাত্র হিসেবে বেশ কয়েকজনকে বদল করা হতে পারে।
এই রদবদলের নির্দেশ দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের কিছুদিন আগে তৃণমূল সুপ্রিমোর এই বার্তায় দলের অন্দরেই শোরগোল পড়ে গিয়েছে। শীঘ্রই মুখপাত্রের পদে বদল আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার ভোটের আগেই দায়িত্ব হারাতে পারেন বেশ কয়েকজন।
ওদিকে জাতীয় মুখপাত্র হিসেবে যাদের বেছে নেওয়া হয় তাদের মধ্যে অন্যতম ছিলেন, ডেরেক ও’ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্র, সুখেন্দু শেখর রায়, বাবুল সুপ্রিয়, জহর সরকার, শশী পাঁজারা। এবার ভোটের আগেই সেই তালিকায় বদল আসতে চলেছে বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। এই রদবদলের বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য বলেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না।