আসন্ন নির্বাচন পূর্বে বড় চমক গেরুয়া শিবিরের তরফে

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরকে ঘিরে উন্মাদনা তুঙ্গে।

সেই নির্বাচনকে পাখির চোখ করে চলতি মাসেই ১০০ প্রার্থীর তালিকা প্রকাশ করে গেরুয়া শিবির। যেসব জায়গায় গেরুয়ার দাপট কম সেইসব জায়গায় আগে প্রার্থী ঘোষণা করতে চলেছে বিজেপি। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এইসব জায়গায় তুলনামূলক অনেকটাই খারাপ ফল করেছিল বিজেপি।

এই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলির। ১৯ সালের লোকসভা নির্বাচনে রেকর্ড হারে জয় হাসিল করেছিল বিজেপি। ৩৭.৩৬ শতাংশ ভোট শেয়ারের সাথে ৩০৩টি আসন ছিল বিজেপির ঝুলিতে। যেখানে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ-র ঝুলিতে গেছিল মোট ৩৫৩টি ভোট।