সুখবর, চলতি মাস পড়তে না পড়তেই একাধিক ছুটির ঘোষণা সরকারের তরফে। একাধিক ছুটি রয়েছে রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়াদের জন্য। অনেক ক্ষেত্রে লম্বা ছুটিতে অফিস-কাছারিও বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, পয়লা বৈশাখ, গুড়ি পাড়োয়া থেকে ইদ-উল-ফিতর সাধারণত এই সমস্ত দিন গুলিতে ছুটি দেওয়া হয়েই থাকে। তবে এছাড়া আর কী কী ছুটি আছে এই এপ্রিলে? এপ্রিলের আসন্ন স্কুলের ছুটি কোন কোন দিন রয়েছে।
৯ এপ্রিল, ২০২৪ চৈত্র সুখলদি/উগাদি/গুড়ি পাদওয়া, ১১ এপ্রিল, ইদ-উল-ফিতর (অস্থায়ী)। ১৪ এপ্রিল ২০২৪, রবিবার বাংলা নববর্ষ ও আম্বেদকর জয়ন্তী। ১৭ এপ্রিল ২০২৪, বুধবার রাম নবমীর জন্য ছুটি থাকছে। এপ্রিল ২১, ২০২৪ মহাবীর জয়ন্তী।