পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। প্রতিনিয়ত রেল যাত্রীদের সুবিধার্থে নিত্য নতুন পদ্ধতি গ্রহণ করছে রেল কতৃপক্ষ। এবার পশ্চিমবঙ্গের রেলের শিয়ালদা ডিভিশনও এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে, প্রকাশ্যে এসেছে ‘ফার্স্ট লুক’।
ট্রেনের গায়ে থাকবে বিভিন্ন ধরনের নকশা, যা মানুষকে আরও আকর্ষিত করবে। কিন্তু এরই মাঝে এই ট্রেনের ন্যূনতম ভাড়া সম্পর্কে জানার পরে সাধারণ মানুষের চোখ একপ্রকার কপালে উঠে গিয়েছে বলেই চলে। বর্তমানে শিয়ালদহ থেকে রানাঘাটের ট্রেনের ভাড়া যাত্রীদের গুণতে হয় ২০ টাকা।
তবে ওই ফার্স্ট ক্লাস কামরায় সফর করলে আপনাকে গুণতে হবে ১৭৮ টাকা। এছাড়া আপনি যদি মান্থলি টিকিট কাটতে চান তারও ব্যবস্থা আছে। তার জন্যে আপনাকে খরচ করতে হবে মাসে ১২০০ টাকা। জানা গিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে এই নতুন ট্রেনের পথচলা শুরু হবে।